রোববার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা। মা ইলিশ রক্ষায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ইলিশ ধরা, বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে। অপরদিকে, সাগরে বার বার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে এবছর জেলেরা আশানুরূপ মাছ ধরতে পারেননি। নতুন করে মাছ ধরা বন্ধের ঘোষণায় উপকূলের জেলে মৎস্যজীবিদের মাঝে হতাশা ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। ইলিশ আহরনের মৌসুমে ১৫০ দিনের মধ্যে প্রথম ৬৫ দিন ও পরে ২২ দিন ইলিশ শিকার নিষিদ্ধ থাকে। এ নিষেধাজ্ঞা সফল করতে তৎপর রয়েছে মৎস বিভাগ।
মা ইলিশ প্রজননের উদ্দেশ্যে সাধু পানি ও স্রােতের উজানে অগভীর পানিতে উঠে আসে এবং ডিম ছাড়ে। উচ্চ উৎপাদনশীল জাতীয় মাছ ইলিশ। বড় আকারের একটি মা ইলিশ ২০ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে। বেশি ডিম ছাড়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে।
ভূক্তভোগী ফিশিংবোট মালিক ও জেলেরা জানান, গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তারা নয় বার বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন। উত্তাল সাগরে মাছ ধরতে না পেরে খালি বোট নিয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন ফলে তারা বিপুল আর্থিক লোকসানে পড়েছেন।
শরণখোলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, সাগরে মাছ ধরতে ফিশিংবোট পাঠাতে একেকটি বোটের পিছনে কমপক্ষে তিন চার লাখ টাকা ব্যয় হয়। এবছর সাগরের আবহাওয়া নয় দফা খারাপ হওয়ায় জেলেরা মাছ ধরতে পারেনি ফলে বিপুল পরিমাণ লোকসান হওয়ায় জেলে মহাজনদের পথে বসার উপক্রম হয়েছে। প্রতি বছর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়েই জেলেরা বারবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। ৬৫ দিনের নিষেধাজ্ঞার পরে বর্তমানে আবার ২২ দিনের নিষেধাজ্ঞার খবরে বেকার হওয়া জেলেদের মাঝে হতাশা ও উৎকণ্ঠা দেখা দিয়েছে বলে আবুল হোসেন জানিয়েছেন।
জাতীয়তাবাদী মৎসজীবি দল বাগেরহাট জেলা শাখার সভাপতি মোঃ দুলাল ফরাজী বলেন, ৬৫ দিন অবরোধের পর কয়েকদফা দূর্যোগের কারণে জেলেরা ইলিশ শিকার করতে না পারায় পরিবার নিয়ে নানা কষ্টে রয়েছে। আবার ২২ দিনের অবরোধ জেলেরা উৎকন্ঠায় রয়েছে। অবরোধ কালে জেলেদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকারের কাছে দাবী জানান তিনি।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, উপকূলের জেলে মৎস্যজীবিরা ভালো নেই। মাছ ধরায় নিষেধাজ্ঞার বেড়াজাল ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার জেলে মৎস্যজীবিরা অপূরণীয় ক্ষতির সম্মূখীন হয়েছেন। মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা সমর্থন করে তিনি ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময় সীমা কমিয়ে এনে ভারতের সাথে মিল রেখে একই সময়ে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানান।
শরণখোলার ফিশিংবোট “এফবি তানজিরা”এর মালিক মোঃ আনোয়ার হোসেন ও বাগেরহাটের বগা এলাকার ফিশিংবোটের মাঝি ইলিয়াস হোসেন বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে তাদের ফিশিংবোট নয় বার সাগরে মাছ ধরতে গিয়ে খারাপ আবহাওয়ায় মাছ ধরতে না পারায় ৯ বারই তাদের লোকসান হয়েছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞার সময় দেশীয় জেলেরা মাছ ধরতে না পারলেও পার্শ্ববর্তী দেশের জেলেরা ঠিকই মাছ ধরে নিয়ে যায় বলে ঐ ফিশিংবোট মালিকরা জানান।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এম এম রাসেল বলেন, ইলিশের প্রজনন ও মা ইলিশ রক্ষার জন্য ২২ দিনের ইলিশ অবরোধ ঘোষণা করা হয়েছে। অবরোধ চলাকালীন সময়ে সারাদেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ করে রাখা আইনতঃ দন্ডনীয় অপরাধ। কেউ যাতে অবৈধভাবে ইলিশ ধরতে না পারে সে ব্যপারে নদী ও সাগরে মৎস্য বিভাগসহ, পুলিশ,কোষ্টগার্ড ও নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন।