কয়রা উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন কয়রা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার দিন ব্যাপী তারা ৭ টি ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মের লোকজনদের সাথে মতবিনিময় করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস বিএনপি নেতা শেখ সালাহউদ্দিন লিটন, আবুল বাসার ডাবলু, মজ্ঞুর মোরশেদ, শহিদুল্যাহ শাহিন, যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইসানুর রহমান, যুগ্ন আহ্বায়ক আকবর হোসেন, ইউনুস আলী,আনারুল ইসলাম ডাবলু, আছাদুল ইসলাম,দেলোয়ার হোসেন, তরিকুল ইসালাম, ইমরান হোসেন,লিটু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্যসচিব ডি এম হেলালুদ্দীন, যুগ্ন আহ্বায়ক ওবাইদুল্যাহ আজাদ ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্র নেতা মামুন, মাশরাফি, রুহুল আমিন বাবু, আলাউদ্দীন, রানা, বাবু জিয়া প্রজন্ম দলের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। পরিদর্শনকালে বিএনপির আহ্বায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম তার বক্তব্য তিনি বলেন আমরা দেখেছি এই পূজা উপলক্ষে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সব জায়গায়। আমরা সেই আনন্দের ভাগীদার হওয়ার জন্য দেশ নায়ক তারেক রহমানের একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি। আর আমাদের নেতা তারেক রহমান বিশ্বাস করেন ধর্ম যার যার বাংলাদেশ সবার। এই বাংলাদেশে সংখ্যালঘু, সংখ্যালঘু বলে কোন শব্দ নাই, সবাই আমরা বাংলাদেশী। আর সে কারণেই তারেক রহমান নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, সেই স্বপ্নটি হচ্ছে বৈষম্যহীন অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আর সেই বাংলাদেশ গড়ার উনি যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আপনারা আমরা সমস্ত জাঁতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি আগামী দিনের তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশ হবে। যে বাংলাদেশে সাম্য থাকবে সম অধিকার থাকবে।