হবিগঞ্জের মাধবপুর পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপি নেতৃবৃন্দ। শুক্র ও শনিবার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার নেতৃত্বে মাধবপুর বাজার, কাটিয়ারা, নাথপাড়া, মালাকার পাড়া, রায়পাড়া, বনিক পাড়া, শ্যামলী আবাসিক এলাকা ও নোয়াগাঁও শারদীয় দুর্গাপুর মন্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর অজিত কুমার পাল, সহকারী অধ্যাপক পঙ্কজ কুমার রায়, বাবুল রায়, পৌর বিএনপি যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান খান, সাবেক কাউন্সিলর শেখ জরুল ইসলাম, সাবেক কাউন্সিলর বাবুল হোসেন সাংগঠনিক সম্পাদক ফারুক রানা, বিএনপি নেতা মোঃ দুলাল মিয়া মাহবুবুর রহমান খান, শ্রমিক দল নেতা তোফায়েল আহমেদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।