কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাসদরপুরের সকল হিন্দু,মুসলিম ভেদাভেদ ভুলে সবাই শারদীয় দূর্গাপূজার উৎসবকে ভাগাভাগি করে নিয়েছে। পূজা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যধর্মাম্বলীদেরও ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে এক মিলন মেলায় পরিনত হয়েছে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার সবচেয়ে জাকজমকপূর্ণ পুজা হালদার বাড়ীর সদরপুর সার্Ÿজনীন পূজা মন্দির। এ পুজা মন্দিরে মানুষ খেলনার স্টল, চুরিমালা, খাবার দোকান, খঁই-খাগড়ায় আর মাটির হাড়ি পাতিলের দোকাণে ভিড় করছে। সেখানে আশে পাশের প্রায় দশ গ্রামের মানুষ প্রতিদিনই ভিড় করছে। উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর হালদার বাড়ীর ঐতিহ্যবাহী সদরপুর সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গন এখন হাজারো দর্শনার্থী ও ভক্তদের মিলন মেলায় পরিনত হয়েছে। মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ পদ হালদার বলেন, বৃটিশ সরকারের শাসনামলে জমিদার কর্ণচন্দ্র হালদার নিজের উদ্দ্যোগে তার জমিদার বাড়ীতে অঙ্গীনায় এ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। জমিদারী আমলে এই অঞ্চলে ভগবান বাবু, প্যারী সুন্দরী, গোপী সুন্দরীসহ অন্যান্য জমিদারা যখন নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের মানুষকে তাদের মন্দিরে পূজা দিতে বাধা দিতেন। তাদের মন্দিরে গরীব প্রজাদের পূজা করতে নিষেধ করেন। একপর্যায়ে এই অঞ্চলের নিম্নবর্ণের হিন্দুরা একসাথে জমিদার কর্ণচন্দ্র হালদারের কাছে অভিযোগ জানালে তিনি তাৎক্ষনিকভাবে তার নিজের বাড়ীর সামনে ওদের জন্য এই পূজা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। নিম্নবর্ণের হিন্দু সম্প্রদায়ের জন্য এই মন্দির প্রতিষ্ঠা করায় তার সাথে এলাকার অন্যান্য জমিদারদের বিরোধ সৃষ্টি হয়। জমিদার কর্ণচন্দ্র হালদারের সময় থেকেই এলাকার সাধারন নিম্নবর্ণের হিন্দুরা এই মন্দিরে পূজা পার্বন করে আসছে। এরপর থেকেই প্রতিবছর এই পূজা মন্দিরে শারদীয় দূর্গাপূজাসহ বিভিন্ন পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পুজা উপলক্ষে মেলায় আগত খেলনা বিক্রেতা সুজন আলী বলেন, আমি প্রায় ২০ বছর এই মন্দিরে বিভিন্ন খেলনা পাতি বিক্রি করার জন্য নিয়ে আসি। অন্য মন্দিরের তুলনায় এখানে একটু বেশি ক্রেতারা আসে। বেচা কেনাও ভালো হয়। এবারও বেচাকেনা ভালো। তিনি আরো জানান, ছোট ছোট বাচ্চারা বিভিন্ন রং এর বেলুন, গাড়ী, প্লাস্টিকের খেলনা পিস্তল বেশি কিনছে।
মাটির হাড়ি-পাতিল বিক্রেতা ভগিরত পাল বলেন, এখানে কেনা বেচা ভালো হয় তাই আসি। এই মেলায় মাটির হাড়ি, কোলস, ব্যাংক, বিভিন্ন পশুর মূর্তি বিক্রি বেশি হচ্ছে।
খঁই-খাগড়ায় বিক্রেতা সুমন দত্ত বলেন, প্রতিদিন প্রায় ৪০-৫০ কেজি খঁই আর ৩০-৪০ কেজি খাগড়ায় বিক্রি করছি আমি। লাভও ভালো হচ্ছে।
দর্শনার্থী কামাল হোসেন বলেন, আমি বেশ কয়েকবছর ধরে এই পূজা মন্দিরে দূর্গা পূজা দেখতে আসি। মিরপুর উপজেলার মধ্যে এই মন্দিরের প্রতিমা বেশ সুন্দর হয়। তাছাড়া এখানে পূজা উপলক্ষে এক মেলায় পরিনত হয়। তিনি আরো জানান, সে যে ধর্মের হোক না কেন। উৎসবটা সকলের হওয়া উচিত। তাই সকলের সাথে এ উৎসব পালন করতে এখানে আসি। সদরপুরে হালদার বাড়ীর পূজা মন্দিরে বেশ জাকজমকপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে পূজা উপলক্ষে হিন্দু-মুসলিমদের এক মিলনমেলায় পরিনত হয়েছে। সকল ধর্মের মানুষের মিলন ক্ষেত্র এ মন্দিরটি। বেশ জাঁকজমকপুর্ন পুজা মন্দির এটি।
মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল হক বলেন, এ গ্রামেরই আমি সন্তান। আমার বাপণ্ড দাদার আমল থেকেই আমরা এক সাথে চলাচল করি। এখানে হিন্দু- মুসলিম বলে কোন ভেদাভেদ নেই। আমরা সবাই মানুষ ও বাংলাদেশী।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, মিরপুর উপজেলার সব থেকে গুরুত্বপুর্ণ ও বড় পুজা মন্দির এটি। এখানে পুজা উপলক্ষে গ্রামীন মেলা হয়। সেই সাথে এখানে মিলন মেলা পরিনত হয়।
মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল গফুর বলেন, উপজেলার সব থেকে বড় মন্দির এটা। এখানে প্রতিবছর পূজা উপলক্ষে হিন্দু-মুসলিমদের মিলন মেলায় পরিনত হয়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা বলেন, বেশ পরিচ্ছন্ন মন্দির। ভক্ত ও দর্শনার্থীদের পদচারনায় মন্দির প্রাঙ্গন মুখরিত। এ মন্দিরে এসে বেশ ভাল লাগছে।