কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শংকরপুর গ্রামের আবুল কাসেমের একই জোতের সম্পত্তি একই গ্রামের কামরুজ্জামানগং আবুল কাসেমের নিকট বিক্রি না করে অন্যত্র বিক্রি করায় আবুল কাসেম বাদী হয়ে জমি ক্রেতা শংকরপুর গ্রামের আলী হোসেনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে প্রিয়েমশন মামলা দায়ের করেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শংকরপুর গ্রামের হানিফ মিয়ার পুত্র আলী হোসেন ও নুরের সাফার পুত্র আবুল খায়ের একই গ্রামের কামরুজ্জামানগং থেকে ২২ শে অক্টোবর ২০১৯ইং সালে শংকরপুর মৌজা সাবেক-৬২,৬৪,৬৮ হালে ১৩৪, ১৩৫,১৩৬ দাগে ১৯ শতক সম্পত্তি যৌথভাবে ক্রয় করেন। ঐ সম্পত্তির মধ্যে আবুল খায়ের ৬ শতক এবং আলী হোসেন ১৩ শতক ক্রয় করেন। ওই সম্পত্তি শংকরপুর গ্রামের আবুল কাসেম এবং বিক্রেতা কামরুজ্জামানগংদের একই জোতের সম্পত্তি। কিন্তু বিক্রেতা একই জোতের মালিকদের নিকট বিক্রি না করায় জোতের মালিক আবুল কাসেম ওই সম্পত্তি পাওয়ার জন্য কুমিল্লার বিজ্ঞ সদর থানা সিনিয়র সহকারী জজ আদালতে প্রিয়েমশন মামলা দায়ের করেন। অপর দিকে ওই সম্পত্তির ৬ শতকের মালিক শংকরপুর গ্রামের আবুল খায়ের আবুল কাসেমের নিকট ৬ই অক্টোবর ২০২০ সালের বিক্রি করেন এবং আবুল কাসেম ভোগ দখল করেন। বাকী সম্পত্তি আলী হোসেন বিক্রি করার চেষ্টা করলে আবুল কাসেম আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করেন। আবুল কাসেম মামলা করায় আলী হোসেন আবুল কাসেমকে বিভিন্ন রকম হুমকি ধমকি দিয়ে আসছে। আবুল কাসেম এই নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। এই ব্যাপারে ভূক্তভোগী আবুল কাসেম সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।