বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম ও কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদ এর পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন শেষে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
গতকাল বাগেরহাট জেলা বিএনপি ও কচুয়া উপজেলা বিএনপির সমন্বয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে কচুয়া উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির ঘুরে দেখেন। এ সময় তাদের সাথে ছিলেন জেলা বিএনপির সদস্য সরদার অহিদুল ইসলাম পল্টু, বাগেরহাট পৌর বিএনপির আহ্বায়ক এসকেন্দার হোসেন, সদস্য সচিব ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ মঈন উদ্দিন (ময়েন), কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম,বাংলাদেশ পূজা উদযাপন ঐক্য ফ্রন্টের সভাপতি নিত্য রঞ্জন ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক ভবো কান্ত সাহা।
এছাড়াও বাগেরহাট জেলা বিএনপি ও কচুয়া উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।