বিপিএলের আসন্ন মৌসুমের জন্য তানজিম হাসান সাকিব এবং জাকির হাসানকে রিটেইন করেছে সিলেট স্ট্রাইকার্স। সর্বশেষ দুই আসরেই সিলেটের জার্সিতে বিপিএল মাতিয়েছেন এই দুই ক্রিকেটার। আসন্ন মৌসুমেও সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলবেন জাকির এবং তানজিম সাকিব। এছাড়া সরাসরি চুক্তিতে জাকের আলী অনিককে দলে নিয়েছে সিলেট। বিপিএলের আগামী মৌসুমের প্লেয়ার্স ড্রাফটের আগে আগের আসরের দুইজন করে ক্রিকেটারকে ধরে রাখা বা রিটেইন করার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই ক্ষেত্রে পুরনো দুই ক্রিকেটার জাকির হাসান এবং তানজিম হাসান সাকিবকে রিটেইন করেছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের ফেসবুক পেইজ থেকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। এছাড়া সরাসরি চুক্তিতে একজন করে ক্রিকেটার নেওয়ার সুযোগ আছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির। সেখানে গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আলো ছড়ানো জাকের আলী অনিককে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ তানজিম হাসান সাকিব। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। জাকির টেস্টে নিয়মিত হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও থিতু হতে পারেননি। তবে বিপিএলের পারফরম্যান্স বেশ ভালো। সর্বশেষ দুই আসরেই সিলেটের হয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জাকির। অন্যদিকে জাকের সর্বশেষ আসরে কুমিল্লার হয়ে ভালো করেই এসেছিলেন লাইমলাইটে, ডাক পান জাতীয় দলেও। ২০২৩ সালের আসরে বিপিএলে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে দারুণ করেছিল সিলেট স্ট্রাইকার্স। তাওহিদ হৃদয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্তদের নিয়ে গড়া তরুণ দল সেবার বাঘা বাঘা সব দলকে টেক্কা দিয়ে চলে গিয়েছিল ফাইনালে। যদিও ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে শিরোপাটা জেতা হয়নি সিলেটের। তবে দলের পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। সর্বশেষ আসরটা অবশ্য ভালো যায়নি সিলেটের। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আসরের মাঝপথে সরে দাঁড়ানোর পর অধিনায়কের দায়িত্ব পান মোহাম্মদ মিঠুন। তার অধীনে হতাশাজনক ছিল দলের পারফরম্যান্স। শেষ চারের আগেই বিদায় নিয়েছিল সিলেট স্ট্রাইকার্স।