চট্টগ্রামের হাটহাজারীর বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন অন্তবর্তী কালীন সরকারের দূর্যোগ ও ত্রান এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। শনিবার পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি বলেন সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এই পূজা উৎসব দেশের স্মরনাতীত কালের সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। পূজা উৎসবের মাধ্যমে দেশের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়। পূজকে কেন্দ্র করে আজ সারা দেশে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তিনি উপজেলার সিটি করপোরেশনের পাহাড়তলী ওয়ার্ড, ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি, হাটহাজারী পৌরসভার ফটিকা পূজা মন্ডপ, মির্জাপুর সোমবাড়ী পূজা মন্ডপ পরিদর্শন করেন। এই সময় তাঁর সাথে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিউর রহিম জাদিদ, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এ বি এন মশিউজ্জামান, সরকারি কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শ্যামল পালিত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয় খান তালাত মাহমুদ রাফি, হাটহাজারী মডেল থানার ওসি মো: হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। হাটহাজারী পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার অশোক কুমার নাথ, যুগ্ন আহ্বায়ক সাংবাদিক বাবলু দাশ, সদস্য সচিব উজ্জ্বল দত্ত, নয়ন চৌধুরী, সদস্য সুভাষ নাথ, রিপন নাথ, শিমুল নাথ ও প্রিয়াশীষ চক্রবর্তী, ফতেয়াবাদ পল্লী সংগঠন সভাপতি কল্যাণ পাল ও সহ-সভাপতি অধ্যাপক বিকাশ নন্দী, লিটন পালিত, সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক নটরাজ চৌধুরী, ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি, মুখেশ নন্দী, ধীমান পাল, নিপু বিশ্বাস, জিকু শীল, শৈবাল নন্দী, প্রসেনজিৎ চৌধুরী, বিশ্বজিৎ পাল, বিপ্লব পাল, তড়িৎ দাশ, লিটন দে, দেবাশীষ পাল, উজ্জ্বল ধর,নাথুরাম ধরও রাজু দাশগুপ্ত প্রমূখ।