ময়মনসিংহে স্বপন ভদ্র নামে (৫৫) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকার তার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মুল অভিযুক্ত সাগর মিয়াকে আটক করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকায় মাদক বিক্রি এবং মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত স্বপন ভদ্র তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। সে তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ছিলেন। একসময় সে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বপন ভদ্র সাংবাদিকতার পাশাপাশি এলাকার সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ নিয়ে স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জনৈক সাগরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বেলা ১১ টার দিকে স্বপন ভদ্র বাড়ির সামনে চেয়ারে বসে পত্রিকা পরা অবস্থায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাগর দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। পরে স্থানীয়রা আহত স্বপন ভদ্রকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করছে। আমরা হত্যাকাণ্ডের তিন ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সাগরকে আটক করতে সক্ষম হয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।