বাগেরহাটের চিতলমারীতে ১৩৯ টি মন্ডপে দুর্গাপূজা এবং ১০ টিতে হতে যাচ্ছে বাসন্তীপূজা। নিরাপত্তা দিতে সেনা, র্যব, পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পূজা চলাকালে সতর্ক নজরদারি রাখছেন। পূজা মন্ডবসহ বিভিন্ন সড়কে বাড়ানো হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার টহল। চিতলমারীতে এবছর ১৫১টি প্রতিমা তৈরীর মধ্যে দিয়ে জেলার সর্ববৃহত শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছেন চরবানিয়ারীর চন্ডীভিটা সার্বজনীন দুর্গামন্দির কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকা হতে আগত হাজারো ভক্ত, দর্শনার্থীরা মন্ডপ প্রঙ্গনে ভীড় জমিয়েছেন। চারজন ভাস্কর্য্য শিল্পী গত মে মাস থেকে এই প্রতিমা গুলো তৈরী করেন। সিসি ক্যামেরা দ্বারা এই মন্দিরের গোটা এলাকা পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলার প্রতিটি মন্ডপ পরিদর্শনের পাশাপাশি শুক্রবার এই মন্ডপের দৃশ্য ছিলো চোখে পড়ারমত। সু-শৃঙ্খল ও মনোরম পরিবেশে এখানে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়। কথা হয় পুজো উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও যুগ্ন সচিব কালা চাঁদ সিংহ’র সাথে। তিনি বলেন প্রথমে ভাবতে পারিনি এতটা ভক্তের সমাগম ঘটবে। এখন দেখছি লক্ষ মানুষের পদচারণায় মুখরিত মন্দিরাঙ্গন। এ ধারাবাহিকতা আগামীতেও অব্যহত থাকবে।
মন্দিরাঙ্গনের সুধীজন সারিতে বসা বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সুধীজনের মাঝে চিতলমারী উপজেলার নন্দিত জননেতা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির অন্যতম সদস্য মঞ্জুর মোর্শেদ স্বপন বলেন, দীর্ঘদিন পরে হলেও এই শারদীয় উৎসবে শামিল হতে পেরে আমি আনন্দিত। এই মা-মাটির সন্তান আমরা। হিন্দু-মুসলিম ভেদাভেদ নয় সকল আনন্দ ভাগাভাগি করে নিতে চাই আমরা। বিগত দিনে হিন্দু ভাই-বোনের পাশে ছিলাম,বর্তমান আছি, আগামীতেও থাকবো।
এদিকে চিতলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস ও সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু জানান, প্রশাসনের সাথে সমন্বয় করে কেন্দ্রীয়, জেলা, ও থানা বিএনপি যৌথভাবে বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন। দুর্গপূজা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য তারা সকলের প্রতি আহবান জানান।