বর্তমান পেক্ষাপটে সারাদেশে দূর্গা পূজা উপলক্ষে অলিখিত ষড়যন্ত্র করছে একটি মহল।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বিএনপির নেতা কর্মীরা আপনাদের পাশে রয়েছে, আগামীতেও থাকবে। বিএনপি সম্প্রীতির রাজনীতি করে, সুষমবন্টনের রাজনীতি করে। নাটোরের লালপুরে হিন্দু সম্প্রদায়ের স্বারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কালে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন।
শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে লালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি আরো বলেন, অন্যান্য ধর্মীয় উপাসনালয় গুলো যেভাবে উন্নয়ন হবে আপনাদেরও মন্দিরগুলোতেও সেই ভাবে উন্নয়ন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম টমি, গোপালপুর পৌর যুবদলের আহ্বায়ক আবুল খায়ের একে, জেলা যুবদলের সাবেক সদস্য আমিনুল ইসলাম বুদ্দু, থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জামিরুল ইসলাম লিপু, দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য রানা সরদার, এবি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কাউছার ইসলাম, লালপুর থানা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল, দুয়ারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজামন্ডপের সভাপতি সম্পাদক বৃন্দ।
এ সময় তিনি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন।