আজ মধ্য রাত থেকে মেঘনায় মাছ ধরা নিষেধাজ্ঞা আসছে। ১৩ অক্টোবর রোববার থেকে ২২ দিন মেঘনার জেলেদের ইলিশ সহ সব ধরনের মাছ ধরা, ক্রয় - বিক্রয়, বাজারজাত, পরিবহন, বিনিময় ও মজুদ নিষেধাজ্ঞা করেছে মৎস্য বিভাগ। আশ্বিনের ভরা পূর্ণিমায় ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের জন্য ২২ দিন মাছ আহরণের এ নিষেধাজ্ঞা চলবে। সাগর থেকে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ ডিম ছাড়ার জন্য মিষ্টি পানির মেঘনার অভয়াশ্রমে আসায় এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে নামছে নৌ - পুলিশ ও কোস্টগার্ড।
এদিকে নদীতে ২২ দিন মাছ ধরা নিষেধাজ্ঞা আসায় বাজারে ইলিশের দাম বেড়ে গেছে। শনিবার ১২ অক্টোবর সরজমিন উপজেলার পাতার খাল, চেয়ারম্যানের ঘাট ও বিভিন্ন মাছ ঘাটের আড়ত গুলোতে মাছের দাম ছিল দ্বিগুণ। আড়ত গুলোতে মাছের দাম বেড়ে গেলেও ইলিশ কেনার জন্য সাধারণ গ্রাহকদের উপচে পড়া ভীর ছিল চোখে পড়ার মত।
১ কেজির বেশি ওজনের প্রতি হালি ইলিশের দাম ছিল সাড়ে ৯ হাজার থেকে ১০ হাজার টাকা। ৬শ থেকে ৮শ গ্রাম ওজনের প্রতি হালির দাম সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা। ২শত থেকে ৩শ গ্রাম ওজনের প্রতি হালির দাম ছিল ৬শ থেকে ৭ টাকা।