রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আগামীর সমাজ ব্যবস্থায় 'জনকল্যাণ,শাসন বন্দোবস্ত ও রাষ্ট্রচিন্তা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে গোয়ালন্দ স্টুডেন্ট কমিউনিটি ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এই সেমিনারের আয়োজন করে। এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সুচিন্তিত মতামত প্রদান করেন।
সেমিনারে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, গোয়ালন্দ পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. জালাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এ্যাড. মোশাররফ হোসেন, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ আবদুল কাদের, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবদুল আলীম, গোয়ালন্দ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক শিক্ষক মো. আব্বাস আলী মোল্লা, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, শিক্ষক মো. লুৎফর রহমান,সাংবাদিক মেহেদুল হাসান আক্কাছ প্রমূখ।