শাারদীয় দুর্গাপূজার দুইদিনসহ সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে চারদিনের লম্বা ছুটিতে সিলেটে পর্যটকদের উপস্থিতি বদলে দিয়েছে বিগত কয়েক মাসের দৃশ্যপট। প্রাকৃতিক সৌন্দর্যের পর্যটন নগরী চিরচেনা সিলেটের পর্যটন স্পট গুলোতে লাগাতার বন্যা ও দেশের রাজনৈতিক অস্থিরতার পর এবার পুজোর ছটিতে সর্বচ্চ উপস্থিতি দেখা গেছে। প্রাকৃতিক ঝর্ণা, সীমান্ত এলাকার পাথর বিস্তীর্ণ নদীর স্বচ্ছ পানি, দূরপাহাড়ের ঘনকালো দৃশ্য, বিস্তীর্ণ চা বাগান সহ অন্যান্য সুযোগ-সুবিধা থাকায় পূণ্যভূমি সিলেটকে পর্যটকদের কাছে আকর্শিত করছে। তাই বিভিন্ন উপলক্ষে পাওয়া ছুটি উপভোগ করতে প্রকৃতির সৌন্দর্যের লিলাভূমি সিলেটে পরিবার পরিজন নিয়ে চলে আসছেন ভ্রমণ পিপাসুরা। হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত সহ ঘুরে বেড়াচ্ছেন জাফলং, বিছনাকান্দি, মাধবকুন্ড, সাদাপাথর, রাতারগুল সোয়াম ফরেস্ট, টাঙ্গুয়ার হাওর, শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান ও বিস্তীর্ণ চা বাগানগুলো চষে বেড়াচ্ছে পর্যটকরা। এবারের পূজোর ছুটিতেও তার ব্যতিক্রম হয়নি। পর্যটকদের আগমনে ঠাইনাই সিলেটের আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট গুলোতেও।
তবে, এবার পর্যটনগুলোতে দেখাগেছে কিছুটা ভিন্ন চিত্র। যেমন, ঈদের ছুটিতে পর্যটন স্পটগুলোতে সনাতনদের বেশী উপস্থিত থাকে ঠিক এবার তার উল্টোচিত্র। এবারের পূজোয় মুসলিমদের উপস্থিতি অন্য যেকোনো সময়ের তুলনায় বেশী দেখা গেছে। এর কারণ হিসেবে কয়েকজন পর্যটকদের সাথে কথাবলে জানাগেছে সাধারনত ঈদের ছুটি পরিবার পরিজনদের সাথে বাড়িতে কাটানো হয়। কিন্তু বেড়ানোর সুযোগ কম থাকে। তবে, এবারের পুজোর লম্বাছুটি একটু বেড়ানোর সুযোগ করে দিয়েছে। তবে, হিন্দু-মুসলিম ছাড়াও অন্যান্য ধর্মের মানুষরাও এধনের লম্বাছুটি উপভোগ করতে ছুটে আসেন সিলেটে। সরকারী ছুটির পাশাপাশি অনেক বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরতরাও এসেছেন।
পরিবার সাথে নিয়ে বেড়াতে আসা ঢাকার একটি পাইভেট কোম্পানীতে কর্মরত শাকিল আহমদ জানান, ঈদের ছুটিতে বাড়ি যাই এবার চা বাগান দেখতে আসছি। শিশুরা চা বাগান দেখে অনেক খুসি। আগে তারা ছবিতে দেখেলেও এখন বাস্তবে দেখছে। মাজার জিয়ারত শেষে জাফলংও ঘুরে এলাম। ঢাকায় কর্মরত বরিশালের বরগুনার বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, কয়েকজন বন্ধুদের নিয়ে ছুটি উপভোগ করতে আসছি। কিন্তু পূর্বে বুকিং নাদিয়ে হঠাৎ বন্ধুদের সাথে চলে আসায় সুবিধা মতো থাকার হোটেল পেতে বেগ পেতে হচ্ছে। সমস্যা নাই বন্ধুদের সাথে শেয়ার করে আনন্দ উপভোগ করতে পারব।
সিলেট নগরীর অভিজাত একটি হোটেলের ম্যানেজিং ডাইরেক্টর মিষ্টুদত্ত জানান, অন্য সময়ের তুলনায় যেকোনো সরকারী ছুটিকালীন সময় বর্ডার একটু বেশী থাকে। তবে, গেস্টদের সাথে সু-সম্পর্ক বজায় রাখতে নিয়মিত ভাড়াই রাখছে মানসম্মত আবাসিক হোটেলগুলো। সিলেট নগরীর জিন্দাবাজার পানসী রেস্টুরেন্টের ম্যানেজার জাহাঙ্গীর আহমদ বলেন, ঈদ এবং পূজোর ছুটিতে কাস্টমার সামলাতে হিমসিম খেতে হচ্ছে। কারণ নির্ধারিত আসনের তুলনায় কাস্টমারদের উপস্থিতি বেশী হলে সার্ভিস দিতে বেগ পেতে হয়। তবুও নির্ধারিত মূল্যে মানসম্মত সেবা দেওয়া চেষ্টা করছি।
ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজয়নের এসপি মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, পর্যটন কেন্দ্র সাদাপাথর ও জাফলংয়ে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এ দুই পর্যটন কেন্দ্র সীমান্তবর্তী হওয়ায় সন্ধ্যার পর পর্যটকদের অবস্থানে বিধিনিষেধ রয়েছে। এবার লম্বা ছুটিতে সিলেটে প্রচুর পরিমাণে পর্যটক এসেছে। তবে ধারণা করে পর্যটকদের সংখ্যা নির্ণয় করা সম্ভব নয় বলে জানান তিনি।