বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ( স্থগিত) শামা ওবায়েদ বলেছেন,বিএনপি সংখ্যা লঘু শব্দটিতে বিশ্বাস করে না, বিএনপি বিশ্বাস করে ধর্ম বর্ন নির্বিশেষে সবাই বাংলাদেশী। আমাদের সকলেরই সমান অধিকার। তিনি শুক্রবার বিকাল ৪ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে উপর্যুক্ত কথা রাখেন। তিনি আরো বলেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কে শারদীয় শুভেচ্ছা জানাতে এসেছি। আমার পিতা আজীবন আপনাদের পাশে ছিল আমি ও আপনাদের পাশে আছি।
নগরকান্দা বাজার সার্বজনীন দূর্গা মন্দির, গাংজগদিয়া সার্বজনীন দূর্গা মন্দির,ট্রলার ঘাঁটা দূর্গা মন্দির, মধ্যে জগদিয়া দূর্গা মন্দির,বালিয়া ডাঃ রনদা প্রসাদ সাহার বাড়ী দূর্গা মন্দির, চৌমুখা পশ্চিম পাড়া দূর্গা মন্দির,বাউতিপাড়া দূর্গা মন্দির, সোনা খোলা দূর্গা মন্দির, তালমা বাজার দূর্গা মন্দির,কাঠিয়া কালিবাড়ী দূর্গা মন্দির,লস্করদিয়া বাজার সার্বজনীন দূর্গা মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ,তৈয়াবুর রহমান মাসুদ, হেলালউদ্দীন হেলাল, গোলজার শরীফ, ইঞ্জিনিয়ার আক্কাছ আলী রবিন,সালাউদ্দীন কবির, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নগরকান্দা উপজেলা শাখার সভাপতি ডাঃ রনদা প্রসাদ সাহা, সাধারন সম্পাদক গোসাই দাস মালো যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান মিরান, জামাল মাতুব্বর,খালিদ হোসেন,ওলামা দল নেতা মজিবর রহমান, ছাত্রদল নেতা লিখন, সুজন,মাহমুদ, আরমান প্রমুখ।