রাজশাহীর পদ্মায় মা ইলিশ রক্ষায় ২৬ কিলোমিটার এলাকায় ইলিশ শিকার নিষেধাজ্ঞা জারি করা করেছে। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিনের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বাঘা উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন ইলিশের প্রজনন সময়। এ সময় ডিম ছাড়ার জন্য মা ইলিশ গভীর ছেড়ে মিঠা পানিতে চলে আসে। মা ইলিশ নির্বিঘ্নে আসা-যাওয়া করার জন্য ২২ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া এই ২২ দিন ইলিশ আহরণ, বেচাকেনা, পরিবহন ও মজুদ সম্পূর্ণ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ আদেশ বাস্তবায়ন করবে মৎস্য অফিস, বর্ডার গার্ড, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলায় তালিকাভুক্ত ১ হাজার ৩০৫ জন জেলের মধ্যে ৭৫৫ জন জেলেকে ২৫ কেজি করে সরকারি চাল দেয়া হয়। শনিবার (১২ অক্টোবর) সকালে গড়গড়ি, চকরাজাপুর, পাকুড়িয়া, মনিগ্রাম, বাঘা পৌরসভা এলাকার ৭৫৫ জন প্রান্তিক পর্যায়ের জেলেকে গড়গড়ি বাজারে এই চাল দেওয়া হয়।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ সময়ের মধ্যে কোন ব্যক্তি আইন অমান্য করলে শাস্তি কম পক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ড হতে পারে।