পিরোজপুরের কাউখালী উপজেলার বিএনপির নেতৃবৃন্দ উপজেলার ২৪টি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন নেতৃবৃন্দসহ উপস্থিত সকলের সাথে সাথে মতবিনিময় করেন।
উপজেলার পুজা মন্ডপে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পর্যায়ক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করেন উপজেলার বিএনপির একটি স্বেচ্ছাসেবক কমিটি। উপজেলা বিএনপির উদ্যোগে মন্দিরের নিরাপত্তা স্বার্থে প্রতিটি মন্দিরে ১৫ থেকে ২০ জন করে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ১১ অক্টোবর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন, উপজেলা বিএনপি'র আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, যুগ্ন আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া বদরুল, জিয়াউল হাসান লিকসন, গিয়াস উদ্দিন অলি, সৈয়দ বাহাউদ্দিন পলিন, রফিকুল ইসলাম রফিক, লিয়াকত তালুকদারসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা বিএনপি'র আহ্বায়ক আহসান কবির বলেন, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব মন্দিরে বিএনপির নেতাকর্মীদের পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমাদের কার্ডধারী নেতা কর্মীরা প্রতিটি মন্দিরে পাহারায় নিয়োজিত রয়েছে। উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশী। গুজবে কেহ কান দিবেন না। আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে ছিলাম আছি থাকবো। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার বলেন, প্রতিটি পূজা মন্ডপে বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি ইতিবাচক।