বগুড়ার কাহালুতে ইজিবাইক উদ্ধার ও নারীসহ ৩ জন আসামিকে আটক করে পুলিশে হাতে তুলে দেন স্থানীয়রা। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাতে কাহালু উপজেলার দেওগ্রাম-তালোড়া সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বগুড়া সদর উপজেলার মহিষবাথান গ্রামের মুনছুর প্রাং ও স্বপন ইসলাম সাগর এবং শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামের অঞ্জনা আক্তার মুক্তি ও জিয়া নামে আরেক ছিনতাইকারী পলাতক রয়েছেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, রাতে কাহালুর এরুইল বাজারে যাত্রীর জন্য নাটোরের সিংড়া উপজেলার মিনহাজ তার ইজিবাইক নিয়ে অবস্থান করছিলেন। তালোড়া যাওয়ার কথা বলে অজ্ঞান পার্টির চার সদস্য তার ইজিবাইক ভাড়া নেন। দেওগ্রাম-তালোড়া সড়কের মাঝামাঝিতে আসার পর ছিনতাইকারীরা কৌশলে ইজিবাইক চালক মিনহাজকে চেতনানাশক ওষুধ পান করান। এতে মিনহাজ অজ্ঞান হয়ে গেলে ইজিবাইক নিয়ে পালানোর সময় স্থানীয়রা তিনজনকে আটক করে কাহালু থানা পুলিশকে খবর দেবে। খবর পেয়ে ঘটনাস্থলে কাহালু থানা পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আছে এবং মিনহাজকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো জানান, ছিনতাই ঘটনায় ভিকটিম মিনহাজের বড় ভাই বাইজিদ বাদী হয়ে একটি মামলা করেন। মামলা রুজু শেষে আসামিদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।