ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এবং গফরগাঁও উপজেলা ও পাগলা থানা গণমানুষের নেতা অ্যাডভোকেট আল ফাত্তাহ খান গত শুক্রবার রাতে পৌর এলাকায় পন্ডিত পাড়া পূজা মণ্ডপ, ষ্টেশন রোডে পূজা মণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজা মণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ এবং দলীয় নেতা কর্মীদের নির্দেশনা দেন।
এ্যাডভোকেট আল ফাত্তাহ খান পূজা মণ্ডপ পরিদর্শনের সময় পূজা মণ্ডপে আসা লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি শুভেচ্ছা বক্তব্যে বলেন, হিন্দু, মুসলিম কোন ভেদাভেদ নেই, আমাদের পরিচয় আমরা মানুষ। আমরা একে অপরের ভাই, আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। কোন ষড়যন্ত্রকারী অপশক্তি এ বন্ধন ছিন্ন করতে পারবে না।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায় প্রমুখ।