শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পিরোজপুর ইন্দুরকানীতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বরিশাল বিভাগীয় কমিশনার জনাব মোঃ শওকত আলী। শুক্রবার রাতে তিনি উপজেলার পত্তাশী ইউনিয়নের শ্রী শ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম, রেখাখালী সার্বজনীন মাতৃমন্দির এবং রেখাখালী শ্রী শ্রী দূর্গা মন্দির পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আশরাফুল আলম, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসাইন ফরিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ
সাঈদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মাদ আলী, উপজেলা
বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ হোসেন, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসাইন, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার পঞ্চগ্রাম সন্মিলণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ হালদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ননী গোপাল রায় প্রমুখ। বিভাগীয় কমিশনার হিন্দুদের মন্দির উন্নয়নের জন্য অর্থ বরাদ্ধের প্রতিশ্রুতি প্রদান করেন।
প্রধান শিক্ষক দেবাশীষ হালদার বলেন, “ বাহির থেকে যাহাই শোনা যাক না কেন, এই এলাকায় আমরা ভাল আছি। ডিমের ভিতর কুসুম যেমন নিরাপদে থাকে তেমনি সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সময়ে আমরা হিন্দুরা নিরাপদে ছিলাম।