রাজশাহীর বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন মহুরি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। শুক্রবার সন্ধার পর থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের নয়টি মণ্ডপ পরিদর্শন করেন। প্রায় ২০০ মোটরসাইকেলের বহর নিয়ে তিনি মণ্ডপে মণ্ডপে যান। তার সঙ্গে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী লোকজন ও মণ্ডপ কমিটির লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। তাদের সুষ্ঠু ও নির্ভয়ে পূজা করার আহ্বান জানান। তাদেরকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে। কোনো বিভাজন করে না। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা তাদের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেন। সুষ্ঠু ভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য দলের হাইকমান্ডের নির্দেশনা রয়েছে। তা পালনে গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি বদ্ধপরিকর। তাদের সব ধরনের সহযোগিতা করার জন্য বিএনপির নেতা এ সময় প্রত্যেক মণ্ডপে আর্থিক সহায়তা দেন। এ সময় উল্লেখযোগ্যদের মধ্যে তাঁর সঙ্গে থেকে বক্তব্য দেন গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুর রউফ হিটলার, যুবদলের সভাপতি আসাদুল ইসলাম, ছাত্রদল নেতা শাহিন প্রমুখ।