বিরল বাজার বণিক সমিতির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম (আলম) ও কোষাধ্যক্ষ কামরুজ্জামান (কামু) কে নির্বাচিত করা হয়েছে। শুক্রবার রাতে বিরল বাজারে উন্মুক্ত আলোচনার মাধ্যমে কমিটির সিদ্ধান্ত হয়। কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন বিরল বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদ আলী (অবঃ বিডিআর)।
সভায় বিরল বাজার বণিক সমিতির সদস্যবৃন্দসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন (সোনাহার), সাংগঠনিক সম্পাদক আল মামুনুর রশীদ রাজু, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন প্রমূখ বক্তব্য রাখেন। সভার সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও সমিতির সদস্য মোস্তাফিজুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম (আলম) ও কোষাধ্যক্ষ কামরুজ্জামান (কামু) কে নির্বাচিত করা হয়।