সম্প্রতি অতি বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তীব্র স্রােতে নেত্রকোনার কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া নামক স্থানে রসুর ( লইচ্ছা) সেতুটি উভয় পাশের সংযোগ সড়কের নীচের অংশে মাটি ধসে গেছে। ওপরে ঝুলে আছে ঢালাই। এভাবেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারীরা।
স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এই সেতুর সংলগ্নসহ মহাদেও নদ থেকে বালু উত্তোলন করে নল্লাপাড়া, কালিহালা, চকপাড়া নামক এলাকায় তীরবর্তী স্থানে স্তূপ করছে বিক্রির উদ্দেশ্য। যার কারণে বর্ষাকাল আসলেই সেতুটিসহ তীরবর্তী বসতবাড়ি ঝুঁকিতে পড়ে। অতিদ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধসহ সেতুটির দ্রুত সংস্কারের দাবী জানান এলাকাবাসীরা।
বর্তমানে সেতুটির ওপর দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে পথচারীসহ প্রতিদিনই যাত্রীবাহী গাড়িসহ বিভিন্ন কোম্পানি পিকআপ, অটোইজিবাইক, লরিসহ শতাধিক ছোটবড় যানবাহন চলাচল করছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রায় ছয়মাস হলেও সেতুটির উভয় পাশের সংযোগ সড়কের নীচের অংশে সংস্কারের কোন উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কতৃপর্ক্ষ। সংশ্লিষ্ট কতৃপর্ক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া নামকস্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্বাবধানে রসুর ( লইচ্ছা) সেতুটি ২০০০ সালে নির্মিত হয়েছিল। প্রায় ৬ মাস আগে সেতুটি উভয় পাশের সংযোগ সড়কের নীচের অংশে মাটি ধসে গেছে। ছোট-বড় যানবাহন অনেকটা ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা বিরাজ করলেও সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। যার ফলে এলাকাবাসী ও পথচারীসহ বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারেন। যানবাহনের চাপের কারণে সেতুটি মুল সড়ক থেকে বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় এলাকাবাসি। এ সড়ক দিয়ে যাতায়াত করে উপজেলার রংছাতি ইউনিয়নসহ পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার ২৫/৩০ হাজার মানুষ। বেশ কয়েকটি যাত্রীবাহী ডে- নাইটকোচ ঢাকায় আসা-যাওয়া করে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ঘটতে পারে বড় দুর্ঘটনা।
সরেজমিনে গেলে এলাকাবাসীরা অভিযোগ করে জানান, পাহাড়ি ঢলের পানির তীব্র স্রােত ছাড়াও প্রতিনিয়ত অবৈধ বালু বোঝাই ইঞ্জিন চালিত নৌকার ঢেউয়ে সেতুসহ মহাদেও নদ তীরবর্তী বসত ভিটার মাটি ধসে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ভাঙন রোধে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে বালুভর্তি বস্তা দিলেও কোন কাজ হয়নি।
সেতু সংলগ্ন স্থানীয় বাসিন্দা ছাদু মিয়া, হোসেন আলীসহ জোৎস্না বলেন, পাহাড়ি ঢলের পানির তীব্র স্রােতে এবং বালু বোঝাই ইঞ্জিন চালিত নৌকার ঢেউয়ে আমাদের বসতবাড়ীসহ সেতুর উভয় পাশের সংযোগ সড়ক মহাদেও নদের গর্ভের বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি বালুমহাল বিলুপ্ত করে ইজারা বাতিল হওয়ার সত্বেও অবৈধভাবে প্রতিদিন দিনে রাতে বালুখেকোরা বসত ভিটার সামনে জায়গাসহ মহাদেও নদ থেকে হুমকি ধামকি দিয়ে জোরপূর্বক শতাধিক ছোটবড় ইঞ্জিন চালিত নৌকা দিয়ে বালু উত্তোলন করে নিয়ে যায়। এর দ্রুত প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কতৃপর্ক্ষের নিকট দাবি জানান তারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো.মমিনুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রােতে রসুর ( লইচ্ছা) সেতুটি উভয় পাশের সংযোগ সড়কের নীচের অংশ মাটি ধসে অতি ঝুঁকিতে রয়েছে। আপাতত ঝুঁকিপূর্ণ একটি সংকেত দেওয়া হবে। সংস্কারের একটি প্রস্তাবনাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অতিদ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. শহীদুল ইসলাম বলেন, কলমাকান্দা - পাঁচগাও সড়কের রসুর ( লইচ্ছা) সেতুটি সংযোগ সড়ক অতিদ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে তিনি বলেন, উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অর্থদণ্ড আদায় ও বালু জব্দসহ একটি নিলাম কমিটি গঠন করা হয়। পরে প্রকাশ্যে নিলাম ডাকে জব্দকৃত বালু বিক্রি করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।