কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতখালী দাউদ মোড়ে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে আলী আকবার ও জিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের আহত ১০। জানা গেছে গত কাল রাতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষে আহত হয় রুবেল (২৬), নয়ন (৩০), আলী আকবার (৪০), হেকমত (৩৫), জনি (৩২), আলমগীর (৩৫) সহ ১০জন। আহতদের দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এলকাবাসী জানায় গত কাল রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষে গুলি, বোমা, সহ ধারালো অস্ত্র ব্যবসহার করা হয়।