পুঠিয়ায় ডাউল মিলে কিছুদিন পর পর কর্মচারিদের জিম্মি করে ডাউল লুট করায় মিল মালিকরা চরম আতংকের ভিতর দিয়ে ব্যবসা করার অভিযোগ উঠেছে। জানা গেছে, বাংলাদেশে সিংহভাগ খাবার ডাউল উৎপাদন ও বাজারজাত প্রক্রিয়াকরণ হয়ে থাকে। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায়। বানেশ্বরের ডাউল পুলিশ আর্মি বিভাগসহ দেশের গুরুত্বপূর্ণ সংস্থায় এখানকার ডাউল সরবরাহ হয়ে থাকে। বিদেশ থেকে আমদানিকৃত ডাউল এই এলাকায় বাজারজাত প্রক্রিয়াকরণ করার পর দেশের বিভিন্ন বাজারে পাঠানো হয়ে থাকে। বেশ কয়েক বছর ধরে একটি ডাউল লুট করা চক্র এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। গত এক মাসের ব্যবধানে দুইটি ডাউল মিলে লুটের শিকার হতে হয়েছে। ৮ সেপ্টেম্বর বেলপুকুর আদর্শ মিল হতে ৫০ কেজির ১৫০ বস্তা মগ ডাউল কর্মচারিদের জিম্মি করে ডাউল লুট করা হয়েছে। একই কায়দাই ৬ অক্টোবর পুঠিয়া থানার সীমান্ত এলাকা হলিদাগাছির পারভেজ সটিং এ- ডাউল মিলে ১৩ টন ১৪৭ বস্তা মগ এবং মাসকালাইয়ের এক ট্রাক ডাউল লুট করা হয়েছে। বেলপুকুর আদর্শ ডাউল মিলের মালিক মাহাতাব হোসেন বলেন,অতীতে কয়েকটি ডাউল মিলে গভীর রাতে অস্ত্রের মুখে কর্মচারিদের জিম্মি করে ট্রাক ভর্তি করে ডাউল লুট করে নিয়ে যাওয়ার নজির রয়েছে। এর আগেও আমার বানেশ্বর বাজারের অদুরে এক ট্রাক ডাউল বানেশ্বর এলাকা হতে লুট করা হয়েছে। আমার ১৫০ বস্তা মগ ডাউলের বাজার মূল্যে প্রায় ১০ লাখ টাকা হবে। আমরা যারা ডাউলে ব্যবসা করি তারা সবাই ব্যাংক হতে ঋণ নিয়ে ব্যবসা চালাতে হয়। হলিদাগাছির পারভেজ সটিং এ- ডাউল মিলে মালিক বাবর আলি বলেন, এ এলাকা হতে ডাউল শিল্পটিকে ধবংস করা জন্য একটি সশস্ত্র ডাউল লুট করা বাহিনী গড়ে উঠেছে। সুযোগ বুঝে তারা ডাউল লুট করছে। আমার ধরণা লুট করা ডাউলগুলো আমাদের ভিতর কোন মিল মালিকরা ছিনতাই করা চক্র নিকট হতে কম দামে কিনে অন্যত্র বিক্রি করে দিচ্ছেন। আমরা যারা ডাউলের ব্যবসা করছি তারা চরম আতংকের ভিতর দিয়ে ব্যবসা করতে হচ্ছে। আমার প্রায় ২০ লাখ টাকা ডাউল লুট করা হয়েছে। ডাউল লুট হওয়ার ব্যাপারে চারঘাট থানায় একটি অভিযোগ দিয়ে রেখেছি।
এ ব্যাপারে বানেশ্বর আঞ্চলিক ডাল মিল মালিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান বলেন,বানেশ্বরের ডাউল শিল্পের সুনাম সারা দেশে রয়েছে। কিন্তু ডাউল মিল দিনদিন ধবংস এবং বন্ধ হয়ে যােেচ্ছ। অতীতে এই এলাকায় কয়েকশত ডাউল মিল ছিল। বর্তমানে প্রধান প্রধান বেশ কয়েকটি মিল চালু রয়েছে। কারণ সরকার আলাদাভাবে ডাউল মিল মালিকদের নিরাপত্তা দিচ্ছে না। বানেশ্বর ডাউল মোকাম এলাকায় কয়েক হাজার শ্রমিক কাজ করে থাকেন। যেভাবে মিলগুলিতে ডাউল লুট হওয়া শুরু হয়েছে তাতে ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাবে।