মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন গাজীপুর জেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল। সম্প্রতি তিনি মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে গাজীপুর জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেছেন। শনিবার সকালে তিনি এবিষয়টি নিশ্চিত করেন।
জাতীয় পার্টি নেতা কামরুজ্জামান মন্ডল জানান, আমি দীর্ঘদিন যাবত গাজীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও শ্রীপুর পৌরসভার কাউন্সিলর হিসেবে নিষ্ঠা ও ন্যায়-নীতির সাথে দায়িত্ব পালন করে আসছি। এছাড়াও আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী। অতীব দুঃখের সাথে জানাতে হচ্ছে গত ৩ সেপ্টেম্বর জনৈকা জুবেদা আক্তার শ্রীপুর থানায় একটি মামলা (নং-৭(৯)২৪ দায়ের করেন যাতে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলার ৩০নং আসামি হিসেবে আমার নাম সংযুক্ত করা হয়। প্রকৃতপক্ষে মামলায় বর্ণিত ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নই এবং মামলায় বর্ণিত তারিখ ও সময়ে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। এছাড়াও ওই মামলার ঘটনার বিষয়ে কাউকে কোনোভাবে সাহায্য, সহযোগিতা, উস্কানি ও ইন্ধন প্রদান করিনি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে বর্ণিত মামলা হতে অব্যাহতি পাওয়ার জোর দাবি জানাই।