দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে আলু চাষীরা আগাম জাতের আলু চাষে জন্য ইতোমধ্যে জমি তৈরি করেছেন বর্তমানে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন আলু চাষীরা। গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ভোর থেকে বিকাল পর্যন্ত কৃষকেরা কৃষাণ নিয়ে জমিতে আলু লাগাচ্ছেন।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলায় আগাম জাতের আলু চাষের লক্ষ্যে মাত্রা ধরা হয়েছে ৫ শত ৫০ হেক্টর। লক্ষ্য মাত্রা অতিক্রম করবে বলে আশা করছেন কৃষি বিভাগ। গতকাল উপজেলার কাজী কাঠনা গ্রামের কৃষক আহসান আলী ও শাহাজাহান আলীর জমিতে কৃষাণ নিয়ে আলু রপন করছেন। একই গ্রামের কৃষক শহিদুল জানান, ৫০ শতক জমিতে আগাম জাতের আলু লাগাচ্ছেন। গত বছরের তুলনায় এবার আলু বীজের দাম বেশি। বর্তমানে বিভিন্ন আড়তে ৬০ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে প্রতি কেজি আলু বীজ বিক্রি হচ্ছে। আগাম জাতের আলু আবাদ করে কৃষকেরা লাভের মুখ দেখবেন বলে আশাঁ বাদ ব্যক্তকরছেন।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী শেহান বীশ বলেন, আগাম জাতের আলু চাষ করার জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে আবাহাওয়া অনুকুলে রয়েছে। চাষিদের সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে আলু চাষের জন্য।