বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শুক্রবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারায় শুভ উদ্বোধন করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ২০২৪। ভেড়ামারা উপজেলার মোকারিমপুরের জিয়া মাঠে বর্ণাঢ্য শুভ উদ্বোধনী ঘোষনা করেন কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ। বেলুন উড়িয়ে টুনামেন্টে’রউদ্বোধনী ঘোষনা করেন, কুষ্টিয়া জেলা বিএনপি'র নব ঘোষিত আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, বিএনপি'র ভেড়ামারা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আপিল বিভাগের আইনজীবী ও মোকারিমপুর ইউনিয়ন বিএনপির কাণ্ডারী অ্যাডভোকেট বুলবুল আবু সাইদ শামীমের সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাকশী রেলওয়ে পাবনা শাখার আহ্বায়ক মোঃ মনজুরুল আলম দুলালের সঞ্চালনায় ও গোলাপনগর শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি ও জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শিহাবুল ইসলাম, ভেড়ামারা পৌরসভার যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুস সালাম, কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য মোঃ শিহাবুল ইসলাম, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহাদাত হোসেন, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবদুর রব, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামসুল হক, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান টিপু সুলতান প্রমুখ। খেলায় রাজশাহী একাদশ এবং শাহাজাদপুর সিরাজগঞ্জ একাদশ’র মধ্যে চরম উত্তেজনাপূর্ন খেলায় ট্রইবেকারে ২ গোলে বিজয়ী হয় শাহাজাদপুর ফুটবল একাদশ।