দিনাজপুরের কাহারোল উপজেলার ৪নং তারগাঁও ইউনিয়নের তারাপুর উচ্চবিদ্যালয় ব্যাপক বিভিন্ন সমস্যায় জরজড়িত রয়েছে। এলাকা বাসীর আবেদন সূত্রে জানাযায়, তারাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জগৎ চন্দ্র রায় অধিকারী বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে দিনাজপুর জেলা প্রশাসক জেলা প্রশাসক, কাহারোল উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন এলাকাবাসী ও অভিভাবকগণ। প্রধান শিক্ষক দাতা সদস্যকে উপেক্ষা করে ২০ হাজার টাকার বিনিময়ে দাতা সদস্য নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি করেন। ম্যানেজিং কমিটি গঠন করার পর অন্যান্য সদস্যকে না জানিয়ে তিনি নিজের সার্থ্য হাসিল করেছেন। বার বার একই ব্যক্তিকে সভাপতি বানিয়ে মোটা টাকার বিনিময়ে ৩ জনকে ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেন। শিক্ষকদের সাথে অন্তদ্বন্দ থাকার কারণে শিক্ষকদের টাইস্কেলসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছেন শিক্ষকদের। স্কুলের ভিতরে পানি খাবার মতো নলকূপ না থাকায় শিক্ষার্থীরা পাশের প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলের পানি ব্যবহার করে। প্রধান শিক্ষক ১৯৯৪ সাল হতে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়ীত্ব পালন করছেন। দীর্ঘদিন হতে প্রধান শিক্ষক থাকার কারণে এলাকার লোকজনের সাথে সু-সম্পর্ক গড়ে তুলতে পারেননি। নিয়োগ সংক্রান্ত দিনাজপুর সহকারী জজ আদালত দিনাজপুরে একটি মামলা দায়ের করেন নিয়োগ বঞ্চিত ব্যক্তি মামলা নং-৭৬-২০২৩ ইং। ৫০ শতক জমি রয়েছে সেই জমির বর্গার টাকা কথায় খরচ করেন তা ম্যানেজিং কমিটি ও স্কুলের শিক্ষকদের তিনি হিসাব দেন না।
এব্যাপারে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সঙ্গে স্কুল বিষয়ে কথা হলে তিনি জানান, আবেদনের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউর রহমানকে তদন্তের দায়ীত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউর রহমানে সঙ্গে আমাদের প্রতিনিধির কথা হলে তিনি বলেন তদন্তের দায়ীত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে উপজেলা নির্বাহী অফিসার কে জানানো হবে।
তারাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জগৎ চন্দ্র অধিকারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আবেদন দিয়েছেন তদন্ত হলে কর্তৃপক্ষ যাহা সিদ্ধান্ত দিবে তাহা মেনে নিব।