বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রূমিন ফারহানা শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, এ বছর পূঁজা বা মন্ডপকে ঘিরে বিশৃঙ্খলা ঘটানোর সম্ভাবনা বেশী বলে আশঙ্কা করছি। আর এজন্যই ক্ষুদ্র পরিসরে আমার দুটি উপজেলায় মন্ডপ পরিদর্শনে আমি আসছি। আমি রাজনীতির সংগে জড়িত আমার ভাই বোনদের আহবান করব হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ এই ধর্মীয় উৎসবের দিকে খেয়াল রাখতে। আমারা খুবই শান্তি প্রিয়। আমাদের এলাকার মানুষও অত্যন্ত শান্তি প্রিয়। তারা বিশ্বাস করে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশটি সকলের। এটিই আমরা মনে প্রাণে বিশ্বাস করি। যদি এই পূঁজাকে ঘিরে কোন ধরণের সহিংসতা বা ষড়যন্ত্র হয় তবে দেশবাসীকে সাথে আমরা তা প্রতিহত করব। গত শুক্রবার রাতে সরাইল সদরের আনন্দময়ী কালীবাড়ির পূঁজা মন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপরোল্লেখিত কথা গুলো বলেছেন ব্যারিষ্টার রূমিন ফারহানা। রূমিন ফারহানার আগমনের খবরে শুক্রবার বাদ মাগরিব সরাইল বালিকা বিদ্যালয়ের সামনে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা কর্মী অপেক্ষা করছিলেন। তিনি গাড়ি থেকেই নামার পরই দীর্ঘ ১৭ বছর পর রাজপথে আনন্দে উচ্ছাসে ভাসতে থাকে কর্মী সমর্থকরা। স্লোগানে প্রকম্পিত হতে থাকে ওই এলাকা। সেখান থেকে পায়ে হেঁটে মিছিল করে প্রবেশ করেন আনন্দময়ী কালীবাড়ির মন্ডপে। সেখানে মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি (১) মো. জহির উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইসমাঈল হোসেন উজ্জ্বল, বিএনপি মো. শফিকুল ইসলাম সেলু, সাবেক সম্পাদক ও সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা পূঁজা উৎযাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রায়, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দীলিপ বণিক, সাধারণ সম্পাদক অসীম ধর। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদলের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন। পরে রূমিন ফারহানা শুক্রবার গভীর রাত পর্যন্ত শাহবাজপুর, শাহজাদাপুর, সরাইল সদর, নোয়াগাঁও ও কালিকচ্ছ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে মন্ডপ পরিদর্শন করেন। একই রাতে উপজেলা বিএনপি’র বর্তমান কমিটির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এড. নুরূজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক ডি এম দুলালের নেতৃত্বে আরেক দল অরূয়াইল পাকশিমুল ও চুন্টার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। জামায়াতের পক্ষ থেকে সরাইল সদরের কয়েকটি মন্ডপ পরিদর্শন করেছেন মাওলানা কুতুব উদ্দিনের নেতৃত্বে একটি দল।
হিন্দু নারীদের ভালবাসায় সিক্ত:
রাত ৮টার পর সরাইল সদরের লতাবদ্ধপাড়ার পূঁজা মন্ডপে প্রবেশ করেন রূমিন ফারহানা। সেখানে উপস্থিত বিভিন্ন বয়সের শতাধিক হিন্দু নারীর ভালবাসায় সিক্ত হন তিনি। উনাকে দেখেই নারীরা দৌঁড়ে এসে একে একে রূমিন ফারহানাকে বুকে জড়িয়ে ধরেন তারা। রূমিন ফারহানাও তাদেরকে টেনে বুকে নেন। এ যেন এক অন্য রকম আবেগ অনুভূতি আর ভালবাসার মেলবন্ধন। একাধিক নারী বলেন, উনাকে আমরা শুধু টিভির পর্দায় দেখেছি। ওঁর বক্তব্য ও কথা শুনেছি। উনি সুন্দর করে যুক্তি দিয়ে কথা বলে থাকেন। উনাকে সরাসরি দেখার খুব ইচ্ছে ছিল আমাদের। আজ আমাদের সেই ইচ্ছে পূরণ হয়েছে। পরে সকলেই রূমিন ফারহানার সাথে দাঁড়িয়ে ছবি ধারণ করে রাখেন।