নাটোরের সিংড়ায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসহায় ও ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের মাঝে বিএনপির অর্থ সহায়তা ও শুভেচ্ছা উপহার প্রদান অব্যাহত রয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ছোট চৌগ্রামে নির্যাতনের শিকার জয়ন্ত হালদারের পারিবারকে অর্থ সহায়তাসহ তার দুই মেয়ে জবা ও জুই রানীকে শুভেচ্ছা উপহার দেয়া হয়। বিএনপি নেতা ব্যারিস্টার ইউসুফ আলীর পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহার পৌঁছে দেন তার ব্যক্তিগত সহকারী সোহাগ হোসেন। পরে আরো চারটি পরিবারের মাঝে কুড়ি হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও গত এক সপ্তাহে উপজেলার ইটালী, তাজপুর ও ছাতারদিঘী ইউনিয়নে সম্প্রতি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এক লাখ ৬৫ হাজার টাকা অর্থ সহায়তা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে বলে উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইউসুফ আলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অতীতের মতো হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন।
আর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনে দলীয় নির্দেশে তারা হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছেন।