আমেরিকার এক দম্পতি জ্যাকব বার্লিন ও জয়া বার্লিন বাংলাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফরিদপুরে গড়ে তুলেছেন বিজয় ইন্টারন্যাশনাল।
এই সামাজিক সংগঠনের কাজ হলো অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। ম্যানেজিং ডিরেক্টর জ্যাকব বার্লিন, ডিরেক্টর জয়া বার্লিন। আজ জয়া বার্লিন ও তার মেয়ের জন্মদিন। জন্মদিনে কোন অনুষ্ঠান না করে সেই অনুষ্ঠানের টাকা দিয়ে অসহায় ও বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন জয়া বার্লিন ও তার পরিবার।
নিজের জন্ম দিন ও ছোট মেয়ের জন্ম দিনক স্মরণীয় করে রাখতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুরে গরিব ও অসহায়দের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন। শুক্রবার দুপুরে মধুপুর
মাদ্রাসার সামনে বিজয় ইন্টারন্যাশনাল এর ম্যানেজার ফারাবীর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু, ম্যানেজিং ডিরেক্টর জ্যাকব বার্লিন, ডিরেক্টর জয়া বার্লিন, ৫নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোসলে উদ্দিন সেলিম। উপস্থিত ছিলেন এই দম্পতির ৫ সন্তান আনন্দ, হাসি, খুশি, সুখি এবং মিষ্টি।