ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়নের আলেম- মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করেছেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল ফাত্তাহ খান। শুক্রবার বিকেলে উপজেলার চরশাঁখচূড়া গ্রামের বিএনপি নেতার বাসভবনে মাওলানা আবদুস সোবহান ও মাওলানা নূরুল হুদার নেতৃত্বে ইউনিয়নের আলেম- মাশায়েখদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় অ্যাডভোকেট আল ফাত্তাহ খান বলেন, জুয়া, মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও অশ্লীলতা প্রতিরোধে আলেমদের ভুমিকা অপরিহার্য। তিনি আরো বলেন, আলেমরা হচ্ছেন আল্লাহর মেহমান। আমি আপনাদের যে কোনো কাজে পাশে থাকবো।
এসময় পাঁচবাগ ইউনিয়ন আলেম মাশায়েখদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা তানভীর আহমদ, হাফেজ তাজুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবু হুরায়রা, মাওলানা আবুল হোসেন, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা কামরুল, মাওলানা আরিফ বিল্লাহ ও নূরুল ইসলাম মাষ্টার প্রমূখ। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন মাওলানা আবদুস সোবহান।