বাগেরহাটের মোল্লাহাটে যৌথ বিড়ি ব্যবসার বিরোধে বাবর আলী শেখ নামে এক অংশীদারকে সীমাহীন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে অংশীদার বুলু মোল্লার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বড়ঘাট এলাকায় ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত বাবর আলী শেখকে প্রথমে মোল্লাহাট ও পরে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীমাহীন নির্যাতন ও অর্থ আত্মসাতের বিষয় উল্লেখ করে এর বিচার দাবিতে ভিকটিমের স্ত্রীর বাদীত্বে থানায় অভিযোগ করা হয়।
ভিকটিমের স্ত্রী নিপা আক্তারের মৌখিক ও লিখিত অভিযোগে প্রকাশ, নতুন ঘোষগাতী গ্রামের হাসেম শেখের ছেলে বাবর আলী শেখ ও বড়ঘাট এলাকার গেন্দু মোল্লার ছেলে বুলু মোল্লা যৌথ অংশীদারিত্বে বিড়ির ব্যবসা করেন। ব্যবসার একপর্যায়ে তাদের দুজনের মত বিরোধ সৃষ্টি হয়। যে কারণে বাবর আলী একসাথে ব্যবসা করবে না বলে বুলু মোল্লাকে জানান এবং হিসাব করে সবকিছু ভাগাভাগির প্রস্তাব দেন। একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলে বুলু মোল্লা মুঠোফোনে বাবর আলীকে তার বাড়িতে ডাকেন। বাবর আলী ব্যবসার বিশ লাখ টাকা নিয়ে ওই বাড়িতে যান সবকিছু ভাগাভাগির উদ্দেশ্যে। তখন বাবর আলী সহ কয়েকজনে মিলে হাত পা বেঁধে সীমাহীন মারপিট করে। এ ছাড়া বিশ লাখ টাকা ও একটি মটরসাইকেল রেখে দেন বুলু ও তার সহযোগীরা। এহেন ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন নিপা আক্তার।
এবিষয়ে বুলবুল মোল্লা জানান, তার নিজের বাড়িতে ও নিজস্ব ঘরে বাবর আলীকে নিয়ে ব্যবসা করছিলেন, এ ব্যবসা থেকে বাবর আলী বহু টাকা আত্মসাৎ করেছেন, যা নিয়ে তার সাথে বিরোধ সৃষ্টি ও মারামারি হয়েছে। এ ছাড়া বিশ লাখ টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও জানান তিনি।