বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আযাদ বলছেন, দেশকে সংস্কার করা না গেলে জনগনের ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচন কখনই সম্ভব নয়। তাই আগে নির্বাচনী সংস্কার করা জরুরী।
তিনি আরও বলেন, মানুষ অধিকার বঞ্চিত হচ্ছে, জীবনের কোন নিরাপত্তা ছিলোনা। একটি দেশে মানুষ যদি তার অধিকার প্রয়োগ করতে না পারে, মানুষ যদি তার মর্যাদা নিয়ে বেঁচে থাকতে না পারে, তাহলে দেশে সরকার থাকা না থাকা সমান।
শুক্রবার দুপুরে বরিশাল নগরীর একে স্কুল মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর শাখার আয়োজনে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, গত ৫ আগস্টের আন্দোলন তখনই স্বার্থক হবে, যেদিন দেশে টেকসই সংস্কার হবে। পাশাপাশি নির্বাচনী আইনেরও সংস্কার করতে হবে। তিনি বলেন, দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ করতে হলে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি দরকার। নতুন করে সংস্কার করতে সময়েরও প্রয়োজন। দেশ সংস্কারের কাজ করছেন অর্ন্তর্বীকালীন সরকার। সে কাজটি সম্পন্ন হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।
মহানগর জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে সম্মেলনে জামায়াতের মহানগরের বিভিন্ন শাখার পাঁচ শতাধিক নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।