শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।
দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি শুক্রবার বিকেল থেকে আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন দুর্গা মন্ডপ পরিদর্শন করেন। এর আগে ১০ অক্টোবর বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান দলীয় নেতাকর্মীদের নিয়ে গৌরনদী পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের দুর্গা মন্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে বিএনপির চেয়ারপার্সনের পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতা করেছেন।
অপরদিকে ১০ অক্টোবর রাতে বরিশাল সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। একইদিন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য গৌরনদীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান। এ সময় গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারমিন সুলতানা রাখী, মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া, পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মুহাম্মদ সম্রাট খান উপস্থিত ছিলেন।
অপরদিকে শুক্রবার সকাল থেকে দিনভর বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসান, সহ-সভাপতি শহিদ পাহলানসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।