মাত্র দশ হাতের ব্যবধানে পাশাপাশি জামে মসজিদ ও সার্বজনীন দুর্গা মন্দির। একপাশে আতরের সুঘ্রান, অন্য পাশে ধূপকাঠি। মসজিদে নামাজ পরছেন মুসল্লীরা, মন্দিরে পূজা দিচ্ছেন পূজারিরা। এভাবে তিন যুগেরও অধিক সময় ধরে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করে চলছে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধুনা শেনেরহাট এলাকার দুইটি ধর্মীয় উপাসনালয়। ধর্ম ভিন্ন হলেও দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির অটুট বন্ধন দীর্ঘদিনের।
আধুনা শেনেরহাট জামে মসজিদের মাত্র ১০ হাত দূরত্বে আধুনা সার্বজনীন দুর্গা মন্দিরের অবস্থান। দুই সম্প্রদায়ের আলাদা ধর্মীয় উপসনালয়ে শান্তিপূর্ন সহাবস্থানের মধ্যেই চলছে ধর্মীয় আচার অনুষ্ঠান। মন্দির থেকে ভেসে আসছে দুর্গা পূজার ঢাকঢোল, উলু, শঙ্খধ্বনি ও মাইকের শব্দ। দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরোধতো দূরের কথা, স্থানীয় মুসলিম নর-নারীরা প্রতিবেশী হিন্দুদের পূজা উদ্যাপনে সহায়তা করছেন। অনেকেই আবার প্রতিমা দেখতে আসেন পূজা মন্ডপে। উপভোগ করেন সন্ধ্যার আরতি। তবে মসজিদে আজানের সময় নীরবতা বজায় রাখেন পূজারি ও ভক্তরা।
একইভাবে উপজেলার বিল্বগ্রাম বাজার জামে মসজিদ ও ঈদগাহ মাঠের পাশেই রয়েছে বাজার মন্দির। সেখানেও দীর্ঘ বছর ধরে সম্প্রীতি বজায় রেখে ধর্ম পালন করে আসছেন দুই সম্প্রদায়ের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা বলেছেন, এখানে সবাই মিলেমিশে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন। তাদের পূর্ব পুরুষরাও এমনটি করে গেছেন। ছোটবেলা থেকেই তারা পূজা দেখতে মন্ডপে যান। আবার ঈদে কিংবা বিয়ের অনুষ্ঠানেও আসেন হিন্দু প্রতিবেশীরা। আধুনা দূর্গা মন্দিরের পূজারী উপেন চন্দ্র মন্ডল বলেন, মসজিদে কোন ওয়াক্তের কখন আযান হবে, কখন নামাজের জামাত শুরু হয়ে শেষ হবে, তার তালিকা আগেভাগেই মন্দিরের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেকারণে মসজিদে আযান শুরু হওয়ার আগ থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত পুরো অনুষ্ঠানের বিরতী দেওয়া হয়। নামাজ শেষে আবার শুরু হয় পূজা-অর্চনা। তিনি আরও বলেন, আমাদের মধ্যে ভ্রাতিত্বপূর্ন এ সম্পর্ক চলে আসছে যুগ যুগ ধরে। কেউ কারো জন্য কখনো বিরক্তির কারণ হয়নি। বংশ পরমপরায় দুই ধর্মের অনুসারীরা আগলে রেখেছেন সম্প্রীতির বন্ধন।
মন্দির কমিটির সভাপতি শংকর চন্দ্র দাস বলেন, বিগত অর্ধশত বছর ধরে আমরা আধুনা শেনের বাড়ি সার্বজনীন দুর্গা মন্দিরে পূজা করে আসছি। বিগত তিন যুগ পূর্বে মন্দির থেকে মাত্র ১০ হাত দূরত্বে জামে মসজিদ গড়ে ওঠে। সেই থেকে আমরা শান্তিপূর্নভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছি। এখানে কারো মধ্যে হিংসা কিংবা বিদ্বেষের কোনো চিহ্ন নেই।
আধুনা শেনের বাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. জাকারিয়া ইসলাম বলেন, আমি বিগত ছয়মাস যাবত এ মসজিদে ইমামতি করে আসছি। এখানে ধর্ম নিয়ে কেউ কোন বাড়াবাড়ি করেনা। হিন্দু ধর্মাবলম্বীরা আমাকে দেখলে কুশলাদি বিনিময় করে। আমিও তাদের খোঁজখবর রাখি। কারো মধ্যে কোন বিভেদ নেই।
সম্প্রীতির অন্যান্য ও মেলবন্ধন পরিদর্শনে এসে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেন, এখানে সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালিত হচ্ছে, যা সামাজিক সম্প্রীতির নজির স্থাপন করেছে। বিএনপির চেয়ারপার্সনের নির্দেশে এ সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, পাশাপাশি মসজিদণ্ডমন্দির স্থাপন করে এখানকার মানুষরা সম্প্রীতির যে নজির স্থাপন করেছেন তা বিরল। এখান থেকে আমাদের নতুন প্রজন্ম সম্প্রীতির শিক্ষা পাবে বলে মনে করছি। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান গত ১০ অক্টোবর রাতে সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করে বলেন, দীর্ঘবছর থেকে একইস্থানে মসজিদ ও মন্দিরের অবস্থান। এখানে যে যার মত ধর্ম পালন করে আসছেন। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নিদর্শন। তাদের এ সম্প্রীতির বন্ধন দেশব্যাপী প্রেরণা জোগাবে।