নেত্রকোনার কলমাকান্দায় পূজার অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকাডুবিতে দুজনের মৃ'ত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, পূজোর মন্ডপে অঞ্জলি দিতে গিয়ে হরিণ ধরা গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া যাওয়ার সময় নৌকাডুবিতে এই দুজনের মৃ'ত্যু হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতাল কতৃপক্ষ দুজনকে মৃত ঘোষণা করেন।
নি-হ-তরা হলেন হরিনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী অনিক তালুকদার (৮) সে ওই গ্রামের বিপ্লব তালুকদারের ছেলে। অপরজন ওই গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু তালুকদার (১৬)।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন,খবর পেয়েছি লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে। এ ব্যাপারে পরিবারের সদস্যদের সাথে কথা বলে আইনিপ্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লা'শ হস্তান্তর করা হবে।