কয়রায় মৎস্য ঘেরের হস্তান্ততরিত ডিড বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১ কয়রা উপজেলা প্রেসক্লাবে ডিড বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেন ডুমুরিয়া উপজেলার চাকুন্দা গ্রামের সোহেল শেখ। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য সোহেল শেখ বলেন,উপজেলার ১৯৩ নং মহেশ্বরীপুর মৌজার শিকারীবাড়ী ক্লোজার বিলে ২৬০ বিঘা জমি নিয়ে বিগত ৬ বছর ধরে শান্তিপূর্ণভাবে মৎস্য চাষ করিয়া আসছিলাম। কিন্তু আমার নানাবিধ সমস্যার কারণে ১৫ মে ২০২৪ তারিখ থেকে ২০২৭ সাল পর্যন্ত মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ মনিরুল ইসলাম নিকট ওই মৎস্য ঘেরের ডিড হস্তান্তর করি। যাহা নন জুডিশিয়াল স্ট্যাম্প খপ ০৯২৬৪২৫, কঢ ৩১৬৯৬৬২, কঢ ৩১৬৯৬৬৩, কঢ ৩১৬৯৬৬৪ কচ ৩১৬৯৬৬৫, খপ ০৯২৬৪২৪, কচ ৩১৬৯৬৬৬, কঢ ৩১৬৯৬৬৭, কচ ৩১৬৯৬৬৮, কচ ৩১৬৯৬৬৯ তে লিপিব্ধ করা হয়। প্রতি বিঘা জমির হারি ৬৫০০ টাকা নির্ধারণ করা হয়। হস্তান্তর ডিডে ৭০০০ টাকা জমির মালিকগণকে দেওয়ার কথা থাকে। কিন্তু লীজ গ্রহীতাগণ আমাদের জমির মালিকদের কিছু টাকা দিয়া নানা রকম তালবাহনা করিয়া আসিতেছে। এ ছাড়া আমার পূর্বের ২০২৩ সালের ৩ লক্ষ টাকা লিখিত ভাবে পাওনা রহিয়াছে। যে টাকা আমি ২০২৩ সালের ঘেরের তলা বিক্রয় দরুন পাই। টাকা চাহিলে আওয়ামী লীগের দলীয় প্রভাব এবং শেখ সোহেল আমার বন্ধু, আমার নিকট থেকে টাকা নিবি, আমাকে চিনিস, আমি তোর কোনো টাকা দেবো না। তোর কোনো জমির হারির টাকাও হবে না, জোর করে খাবো। টাকা পারিলে আদায় করে নিস এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে মনিরুল কবির। এ ছাড়া আরো অনেক জমির মালিকদের জমির হারির টাকা দিচ্ছে না। এ ছাড়া জাহিদুল ইসলাম ও মনিরুল কবির কে ঘের হস্তান্তর বা বিক্রি করার কোন কথা থাকে না। কিন্তু তারা বিভিন্ন লোকজন এনে ঘের বিক্রি করার চেষ্টা করে। এমতাবস্থায় হারির টাকা না পেয়ে জমির মালিকগণ ঘের বিক্রি করার কথা শুনিয়া ইউনিয়ন চেয়ারম্যানের স্মরণাপন্ন হয়। চেয়ারম্যান তাদের বিরুদ্ধে অভিযোগ করিতে বলিলে লিখিত অভিযোগ করা হয়। চেয়ারম্যান তাদের নামে ৩০/০৭/২০২৪ ইং তারিখে নোটিশ করিলে তারা হাজির হয় নাই। মৌখিক ভাবে আনুমানিক ১৫ বার টাকা দেওয়ার ডেড করিয়া জমির মালিকগণের কোন টাকা প্রদান করে নাই এবং ৫ মাস গত জাহিদুল ইসলাম ও মনিরুল কবির ঘেরে কোন দিন আসে নাই। পরবর্তীতে চেয়ারম্যান থানায় অভিযোগ করার কথা বলে। ১০/০৯/২০২৪ ইং তারিখে থানায় অভিযোগ করা হয়। সেখানেও তারা হাজির হয় নাই। তারপর নৌবাহিনী ক্যাম্প থেকে চেয়ারম্যানের নিকট ফোন করিয়া সর্বশেষ ০৬/১০/২০২৪ ইং তারিখ চেয়ারম্যান থানা ও নৌবাহিনীকে জানিয়ে সর্বশেষ এক সপ্তাহের মধ্যে পূর্বের তলা বিক্রির ৩ লক্ষ টাকা এবং হারির আনুমানিক ৯ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। কবিরের প্রতিনিধি হিসেবে আসাদ নামে একজন ব্যক্তি স্থানীয় জমির মালিকগণ ও চেয়ারম্যানকে স্বাক্ষী রাখিয়া এই ডেড নেয়। পরবর্তীতে টাকা দেওয়ায় ব্যর্থতা প্রকাশ করায় আমি ও জমির মালিকগণ মিলিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যামে ডিড বাতিলের দাবী জানাইতেছি।