বিরলে বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন এবং ভক্ত ও পূণ্যার্থীদের সাথে উৎসবে সামিল হয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা বিএনপি’র সহসভাপতি ও ফ্লোরিডা স্টেট বিএনপি (আমেরিকা) এর আহ্বায়ক কমিটির সদস্য মোজাহারুল ইসলাম। বৃহষ্পতিবার দিনব্যাপী বিরলের স্টেশন দূর্গা পূজা মন্ডপ, ভান্ডারা পাগলাপীর দূর্গা পূজা মন্ডপ, বেতুড়া বাজার দূর্গা পূজা মন্ডপসহ বিভিন্ন মন্ডপে মন্ডপে গিয়ে তিনি সার্বিক খোঁজ খবর নেন এবং ভক্ত ও পূণ্যার্থীদের সাথে উৎসবে সামিল হোন। এ সময় তিনি বলেন, দূর্গোৎসবকে সার্বজনীন করতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় প্রত্যেকটি মন্ডপে আমাদের স্বেচ্ছাসেবক দল নিয়োজিত আছে। আপনারা নির্বিঘ্নে পূজা অর্চনা করবেন। কোন প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট যেন না হয় সেদিকে সকলে খেয়াল রাখবেন। আমরা সকলে মিলে সুষ্ঠভাবে এই উৎসব পালন করতে চাই। পূজা মন্ডপ সমূহ পরিদর্শনকালে তাঁর সাথে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক জিনাত আরা, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাবেক সমবায় বিষয়ক সম্পাদক আবদুল হাকিম, সাবেক যুব বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী চৌধুরী, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, উপজেলা বিএনপির নেতা আবু নাছার প্রধান, ভান্ডারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন, রাণীপুকুর ইউনিয়ন কৃষদলের সহসভাপতি মোল্লা সাজিদ আহমেদ কাজল, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, সাবেক ছাত্রনেতা আবু ইমরান প্রধান, আনোয়ারুল ইসলাম ধলুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।