নিকলী কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের নিকলী উপজেলা বি এন পি যুগ্ন আহব্বায়ক কারার আরিফসহ ১৫/২০ জন নেতাকর্মী সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দুপুরে নতুন বাজারে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে পাঠ করে বলেন,নিকলী বি এন পির উপজেলার আহব্বায়ক অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুর সম্পর্কে তারা এই উপজেলা সাতটি উপজেলার ইউনিয়ন কমিটিতে অর্থনিয়ে কমিটি বিশৃঙ্খলার কারণে চার বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয় নি। তিনি বলেন আওয়ামী ফেসিবাদকে নিয়ে গোপন ও প্রকাশ্যে আঁতাত করে,দলীয় নেতা কর্মীদের বিরোধ সৃষ্টি, মামলা,জলমহল দখল বালু মহল দখল, হিন্দু সম্প্রদায়ের কাছে চাঁদাবাজি ও বিভিন্ন জমি জমা পেয়ে দেওয়ার ভয় দেখিয়ে আসছে বলে এই বক্তব্যে বলেন। নিকলী উপজেলা বি এন পির আহব্বায়ক বদরুল মোমেন মিঠু বলেন, এইসব ঘটনা সাথে তিনি জড়িত নন। তিনি বলেন,তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ্য করেন।