শারদীয় দূর্গোৎসবে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। বুধবার রাতে তিনি বুধহাটা ইউনিয়নের কাছারীপাড়া পূজা মন্ডপ ও সুবর্ণ বণিক পাড়া পূজ মন্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সকল পূজা মন্ডপের দায়িত্বে থাকা আনসার ভিডিপি সদস্য, স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় সুবর্ণ বনিকপাড়া পূজা মন্ডপের সভাপতি সজল কুমার আ্ঢ্য, সাধারণ সম্পাদক সচ্চিদানন্দদে সদয়, কাছারীবাড়ী পূজা মন্ডপের সভাপতি সবুজ দেবনাথ, সাধারণ সম্পাদক বাপ্পি দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।