বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য খুব চ্যালেঞ্জিং। তাই অন্তর্বর্তী সরকারের কাছে ব্যবসায়ীরা দ্রুত ব্যবসার পরিবেশের উন্নতির প্রত্যাশা করছেন, যাতে তারা তাদের উদ্যোগকে আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শিল্পাঞ্চলে অসন্তোষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। অগ্নিসংযোগ, লুটপাটের মতোও ঘটনা ঘটেছে। এ কারণে অনেক ব্যবসায়ী ও শিল্পমালিক কারখানায় যেতে ভয় পাচ্ছেন। এ রকম ভীতিকর পরিবেশ ব্যবসা ও অর্থনীতির জন্য মোটেই স্বস্তিদায়ক নয়। এছাড়াও একদিকে দেশের আমদানির চেয়ে রপ্তানি আয় কম হওয়ায় এখনো চাপের মুখে ডলার বাজার। অপরদিকে মূল্যস্ফীতি কমানোর জন্য ব্যাংক ঋণের সুদহার বেড়ে ১৫ শতাংশ ছাড়িয়েছে। সুদ ব্যয়ের সঙ্গে ডলারের বিনিময় হার ও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় বাড়তি চাপে পড়ছেন ব্যবসায়ীরা। চাপ সামলাতে সময়মতো ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছেন না তারা। ডলার সংকট এখন ব্যবসায়ীদের বড় সমস্যা। সংকটের কারণে এলসি খোলা কঠিন হয়ে যাচ্ছে। বাড়তি দামে এলসি খুলতে হচ্ছে। এর প্রভাব পড়ছে সামগ্রিক ব্যবসার ওপর। ফলে ব্যাংক ঋণের কিস্তি শোধ করতে বিলম্ব হচ্ছে। এতে অনেকে খেলাপি হয়ে পড়ছেন। এই অচলাবস্থা রোধে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া উচিত। শর বড়, মাঝারি কিংবা ছোট সব খাতের ব্যবসায়ীদেরই বাড়তি সুদ নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ঋণ বাড়ছে ব্যাংক খাতে। বাড়তি সুদের চাপে অনেক ভালো গ্রাহকও ঋণের কিস্তি ঠিকমতো পরিশোধ করতে পারছেন না। গ্যাস-বিদ্যুতের বিল দ্বিগুণ হয়েছে। মূল্যস্ফীতির চাপ সামাল দিতে কর্মীদের বেতন-ভাতাসহ পরিচালন ব্যয় বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এ অবস্থায় ঋণের সুদহার দ্বিগুণ হয়ে যাওয়ায় ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এভাবে চলতে থাকলে খেলাপি ঋণের চাপ আরো বাড়তে পারে। একই সঙ্গে পণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতিও বাড়বে। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। ছোট-বড় সব ব্যবসার ক্ষেত্রেই নানা ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। শিল্প, ব্যবসা, বিনিয়োগ-সব কিছুই যেন তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলছে। ব্যবসার পরিবেশের উন্নতির জন্য সরকারের দায়িত্ব অপরিহার্য। বিগত সরকারের আমলে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নানা আশ্বাস দেওয়া হয়েছিল। তবে, কাক্সিক্ষত মাত্রায় বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হয়নি। এর প্রধান কারণ ছিল ব্যাংক খাতের বিশৃঙ্খলা এবং অর্থনৈতিক নীতিমালার অকার্যকর বাস্তবায়ন। ফলে ব্যাংক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হলে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়ন করা সহজ হবে। পাশাপাশি সরকারের উচিত ঘুষ, দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, যাতে ব্যবসায়ীরা নির্ভয়ে তাদের উদ্যোগ পরিচালনা করতে পারেন। এবং ব্যাংক খাতের পুনর্গঠন ও নীতিমালার পুনর্বিবেচনা অত্যন্ত জরুরি। ব্যাংক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে ব্যাংকিং নীতিমালার কঠোর বাস্তবায়ন এবং ঋণ প্রদানের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়মনীতি গ্রহণ করা উচিত। ব্যবসার পরিবেশ উন্নত করার ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তবেই অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে।