বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব আসন্ন প্রবারনা পূর্ণিমা তথা ফানুস উড়ানো উৎসব উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদ ও বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউ এন ওর প্রতিনিধি ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মেহেরাজ শারবিন। মত বিনিময় সভায় অতিথি ছিলেন হাটহাজারী মডেল থানার ওসি( তদন্ত) নূরুল আলম। সভাপতির বক্তব্যে এ সি ল্যান্ড বলেন দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তাই সরকারের নির্দেশনা অনুসারে প্রশাসন প্রবারনা পূর্ণিমায় সার্বিক সহযোগীতা করবে। তিনি স্বাধীন ভাবে ধর্মীয় অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে উৎযাপন উপর গুরুত্ব আরোপ করেন। একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের জন্য সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন ওসি তদন্ত। হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক লায়ন অনুপম বড়ুয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে বৌদ্ধ কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ বিকাশ বড়ুয়া, শিক্ষক মদন মোহন বড়ুয়া, শিক্ষক আনন্দ মোহন বড়ুয়া, শিক্ষক দিলীপ কুমার বড়ুয়া, শিক্ষক পিম্পু বড়ুয়া শিক্ষক দীপন কুমার চৌধুরী, দীপংকর বড়ুয়া বাপ্পা, বিশ্বজিৎ বড়ুয়া, সুব্রত বড়ুয়া বন্দন, দীপুল বড়ুয়া, কমল বড়ুয়া ও স্বপন কুমার বড়ুয়া