নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে দুর্গাপুর থানায় জিডি করেছেন দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাষ্টার। উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূইয়া ও সদস্য সচিব আবদুল আওয়ালের যৌথ স্বাক্ষরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্গাপুর উপজেলার অফিসিয়াল ফেসবুক আইডি বা কোন পেইজ নেই। গত কয়েকদিন যাবত কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের ছবি ব্যবহার করে দুর্গাপুর উপজেলা বিএনপির নামে ফেসবুকে আইডি খুলে বিভিন্ন সামাজিক এবং হিন্দু ধর্মালম্বীদের বিষয়ে অপপ্রচার চালাচ্ছে। যা সাম্প্রদায়িক সম্প্রতি এবং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্র। আরও জানানো হয়, যেহেতু দুর্গাপুর উপজেলা বিএনপির অফিসিয়াল ফেসবুক আইডি বা পেইজ নেই সুতরাং কোনো অপপ্রচার বা দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এ রকম ফেসবুক আইডি ও পেইজ এর অপপ্রচারের দায় দুর্গাপুর উপজেলা বিএনপি নিবে না। দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাষ্টার বলেন, আমি দুর্গাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে ভুয়া আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দুর্গাপুর থানায় জিডি করেছি।