পাবনার চাটমোহর উপজেলায় ৫১টি মন্দির ও মন্ডপে দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল মহাসপ্তমীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলা বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম,সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল,থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম উপজেলার হান্ডিয়াল ও নিমাইচড়া ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক অশোক চক্রবর্তী,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,পৌর বিএনপির আহ্বায়ক এ এম জাকারিয়া,যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন মনি,হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু হানিফ,যুগ্ম আহ্বায়ক ছহির উদ্দিন স্বপন,নিমাইচড়া ইউনিয়ন বিএনপির নেতা আবুল হোসেন,রাশিদুল ইসলাম হেলাল,পূজা উদযাপন পরিষদের সভাপতি দীলিপ ব্রম্মচারী,তরুন কুমার পালসহ অন্যরা উপস্থিত ছিলেন। তারা একাধিক মতবিনিময় সভায় বক্তব্য দেন। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটমোহর উপজেলা আমীর মওলানা মোঃ আঃ হামিদ ও সাধারণ সম্পাদক মওলানা মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে দলের একটি মোটরসাইকেল বহর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন।