বাগেরহাটের চিতলমারীতে হিন্দু ব্যবসায়ীর বিরুদ্ধে সাকেব মেজর ও বিজিবি সদস্যের দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে অবাক হলেও ঘটনাটি সত্যবলে জানিয়েছেন ভুক্তভোগী বিজিবি সদস্য নজরুল ইসলাম ওরফে মন্টু কাজী (৬৩) সহ এলাকার সুধীজন। নজরুল ইসলাম মন্টু উপজেলার শৈলদাহ গ্রামের অধিবাসী। তিনি বলেন আমিসহ অপর ভাই বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর। চাকুরীর সুবাদে বাপণ্ডদাদার পৈত্রিক সম্পত্তির খোঁজ নিতে না পারায় প্রায় ৩৫ বছর ধরে স্থানীয় রাজনগর গ্রামের প্রেম বাকচীর ছেলে প্রভাস বাকচী তাদের সম্পত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে সেখানে সার ও কীটনাশক ওষুধের দোকান বসিয়েছে। এ বিষয় নিয়ে স্থানীয় ভাবে বারবার শালিশ বৈঠক হলেও নিজ সম্প্রদয়ের কোন এক প্রভাবশালী ব্যক্তির ক্ষমতা বলে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে নামছেন না প্রভাস বাকচী। এ ব্যপারে সরেজমিনে কাজী নজরুল ইসলাম জানান ৬৮ নং শৈলদাহ মৌজায় এসএ খতিয়ান ১৪২২,হাল ৫০০২, সাবেক দাগ নং-৫০১০ মতিন কাজী গং ওয়ারিশ সূত্রে কাজী আবদুল কাদের ( অব: মেজর) ১৭ শতাংশ জমির মালিক হওয়ায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের পেছনের জমির অংশ ভোগ দখল করছে, কিন্তু অদ্যবোধী দোকান ঘরটি ছাড়ছেনা প্রভাস বাকচী। স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি গাউছ কাজীসহ অনেকে জানান, কাগজ কলমে এই সম্পত্তির মুল মালিক কাজীরা, এটা কাজীদের রেকডীয় সম্পত্তি। প্রভাস বাকচীর কোন দলিল নাই। বর্তমান দলিল যার জমি তার। এব্যপারে প্রভাস বাকচীর সাথে কথা হলে তিনি জানান, তার কোন দলিলাদী নাই তবে তৎকালীন সময় হাটের ইজারাদাররা তাকে ব্যবসা করার জন্য অনুমতি দিয়ে ছিলেন। সম্পত্তি উদ্ধরেরজন্য কাজী নজরুল ইসলাম ওরফে মন্টু কাজী সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।