পিরোজপুরে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময়ে লাশ বহন ও দাফনের জন্য নিহতদের আত্মীয়ের কাছে অর্থ সহায়তা দেওয়া হয়। পিারোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ- অপারেশন) মো: মুকিত হাসান খাঁন জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন, তার স্ত্রী আমেনা বেগম, পুত্র শাহাদাত ও আব্দুল্লাহর মৃতদেহ এবং শেরপুর জেলার দিঘিপাড়া রঘুনাথপুর গ্রামের মো: মোতালেব, তার স্ত্রী সাবিনা, কন্যা মুক্তা ও পুত্র সোয়াইব এর লাশ তাদের পরিবারের কাছে বৃহস্পতিবার বিকেলে হস্তান্তর করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে শাওন ও তার পরিবারের সদস্যদের লাশ বহনের জন্য একটি বড় পিকআপ ভ্যান ও দাফনের জন্য ২০ হাজার টাকা এবং মোতালেব ও তার পরিবারের সদস্যদের লাশ বহন ও দাফনের জন্য ৩০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম ও পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের নিহতদের আত্মীয়ের হাতে ওই টাকা তুলে দেন। উল্লেখ্য বৃহস্পতিবার ভোররাত ৩ টার দিকে পিরোজপুর-ঢাকা সড়কের কদমতলা ইউনিয়নের নূরানীগেট এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়লে দু’পরিবারের ৮ সদস্য নিহত হয়। তারা কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমন শেষে বাড়ীতে ফিরছিলেন।