কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গোড়ের পাড়ায় বজ্রপাতে আশংখ্য জনক ভাবে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে সুমন (৩৫) নামে আরো একজনের মৃত্যু ঘটেছে বুধবার রাতে এ নিয়ে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ জনের। বজ্রপাতে আরো ৮ জন কুষ্টিয়া ও দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে বুধবার বিকেলে এ বজ্রপাতে হোসেনাবাদ গোড়ের পাড়া গ্রামে আওলাদ হোসেন (৬২) নিজাম উদ্দিন (৫৫) তরিকুল ইসলাম (২৫)ও পার্শ্ববর্তী তারাগুনিয়া ফারাকপুর গ্রামের জোহরা খাতুন (৪০) নামের ১ গৃহবধূ ঘটনা ’লেই মারা যায়।