২০১৩ সালে ১২ ফেব্রুয়ারি খুলনার কয়রায় পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জামাতের মিছিলে গুলি ও লাঠি সোটা দিয়ে হামলা চালায়। ওই ঘটনায় এলোমেলো ভাবে গুলি ছুড়তে থাকে পুলশ।এতে আমি গুলিবিদ্ধ হই। গরীব মানুষ হওয়ার সুবাধে চিকিৎসাও ঠিক মতো করতে পারেনি। আজ কথা বলার সুযোগ হয়েছে। ঐ ঘটনার বিচারের দাবি জানাই। এভাবেই বুধবার (৯ অক্টোবর) কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন কথা গুলো জানিয়েছেন উপজেলার ৫নং কয়রা গ্রামের আঃ বারী শেখের ছেলে ফারুক হোসেন। সংবাদ সম্মেলনে ফারুক হোসেন লিখিত বক্তব্যর মাধ্যমে আরও জানাচ্ছিলেন যে,আমি একজন জেলে। শৈশব থেকেই আমি বাবার সাথে জঙ্গল থেকে মাছ ধরে কয়রা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকি। প্রতি দিনের মতো ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার জঙ্গল থেকে মাছ এনে বিকালে কয়রার দেওলিয়া বাজারে বিক্রয় করে বাড়ি ফিরে যাওয়ার পথে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গেটে পৌঁছালে হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। আমি নিজের নিরাপত্তার স্বার্থে একটি দোকানের আড়ালে দাঁড়ালে লক্ষ্য করি পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের লোকজন জামায়াতের মিছিলে গুলি ও লাঠি সোটা দিয়ে হামলা করছে। এই সময় পুলিশের কয়েকজন সদস্য আমাকে দেখে, জামাত শিবির লোক মনে করে ধরতে আসে এবং আমাকে হত্যার উদ্দেশ্য করে আমার বুকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্হায় অজ্ঞান হয়ে যায় এবং জান ফিরে দেখি আমি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় শুয়ে আছি। দীর্ঘদিন চিকিৎসা করতে গিয়ে আমার ভিটা বাড়ি ও অর্থ সম্পদ হারিয়ে প্রায় দেওলিয়া হওয়ার উপক্রম হয়েছে। আমি আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ভয়ে এত দিন মুখ খুলতে পারিনি। এমতাবস্থায় আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে ক্ষতি পূরণ এবং এই ঘটনা সাথে জড়িতদের বিচারের দাবি করছি।